ঈদ উপলক্ষে সচেতনতামূলক প্রচারণা করছে বরিশাল বিআরটিএ

Passenger Voice    |    ০১:৩২ পিএম, ২০২৪-০৪-০৭


ঈদ উপলক্ষে সচেতনতামূলক প্রচারণা করছে বরিশাল বিআরটিএ

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক প্রচারণা করেছে বরিশাল বিআরটিএ।

গতকাল শনিবার (৬ এপ্রিল) বেলা ১২ টায় বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান ঢাকা-বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে রোড শো লিফলেট বিতরণ, পথসভা ও র ্যালি করেন।

রোড-শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ লতিফ হোসেন, পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস,লাইসেন্স ইন্সপেক্টর সৌরভ কুমার সাহা, অফিস সহকারী মোঃ আব্দুস সালাম, জহিরুল ইসলাম, ওবায়দুল হক অপু, আনসার সদস্য রেজাউল করিম সহ সাংবাদিকবৃন্দ।

এসময় বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে সড়কে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধে কন্ট্রোল রুম চালু করেছি। আশা করছি ঈদুল ফিতরে একটা নিরাপদ যাত্রা উপহার দিতে পারব।

এছাড়া বক্তারা আরো বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবেনা।সরকার নির্ধারিত ভাড়া নেয়ার পাশাপাশি সড়ক পরিবহন আইন মেনে চলতে হবে।মোটরযান ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নেয়া যাবেনা। নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবেনা। চলন্ত মোটরযানে উঠা-নামা করবেন না। দৌড়ে অথবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া যাবেনা।